ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সমকামী ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, জুন ১৬, ২০১৬
সমকামী ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিন্স উইলিয়াম

ঢাকা: যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সমকামী এক ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই হয়েছে ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের। তিনিই ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে সমকামী ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন।



ডিউক অব ক্যামব্রিজ খ্যাত প্রিন্স উইলিয়ামের ছবি আগামী জুলাই মাসের সংস্করণে থাকবে বলে জানিয়েছে  ‘অ্যাটিচুড’ নামে ওই সমকামী ম্যাগাজিন কর্তৃপক্ষ।

অ্যাটিচুড ম্যাগাজিনে উইলিয়াম সমকামীদের বিরুদ্ধে সমাজের নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি, তিনি কেনসিংটন রাজপ্রাসাদে সমকামী সম্প্রদায়ের ৯ জন সদস্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে আমন্ত্রণ করেন।

এদিকে, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডেলটন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে নিহত ৪৯ জনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।