ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফালুজা পুনর্দখলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ফালুজা পুনর্দখলের দাবি

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের আনবার প্রদেশের বহুল আলোচিত শহর ফালুজা পুনর্দখল করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শুক্রবার (১৭ জুন) দেশটির এক টেলিভিশনে ফালুজা পুনর্দখলের বিষয়টি দেশবাসীকে জানান।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম- ফালুজা পুনর্দখল করে স্বাধীন করার, আমরা তা করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী এখন ফালুজা নিয়ন্ত্রণে রেখেছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলো ইরাকি বাহানী।

২০১৪ সালে ফালুজা শহর দখলে নেয় আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেওয়ার কয়েক মাস আগে ফালুজা দখল করেছিলো জঙ্গি সংগঠনটি।

মাস খানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় শহরটি পুনর্দখলের অভিযান শুরু করে ইরাকি বাহিনী। দেশটির রাজধানীর বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে সুন্নি অধ্যুষিত শহর এই ফালুজা।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।