ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় ২৪ প্রাণহানি, নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ইন্দোনেশিয়ায় বন্যায় ২৪ প্রাণহানি, নিখোঁজ ২৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন।

বন্যায় ভেসে গেছে হাজারো ঘরবাড়ি।

 

শনিবার (১৮ জুন) সকাল থেকে প্রবল বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়। রোববার (১৯ জুন) সকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এ খবর জানানো হয়।

কর্মকর্তারা বলেন, বন্যার কারণে মধ্যাঞ্চলীয় জাভা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটছে। প্রাণহানি বেশিরভাগ হয়েছে ভূমিধসেই। বাড়ির ওপর ভূমিধসের ফলে অনেক এলাকায় এখনও কাঁদার নিচে আটকে আছেন কিছু মানুষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রোহো জানান, বন্যায় কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। প্রাথমিক তথ্য মতে, মধ্যাঞ্চলীয় জাভায় ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৬ জন।

জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।