ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুল হামলা, তুরস্কের পাশে বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
ইস্তাম্বুল হামলা, তুরস্কের পাশে বিশ্বনেতারা

ঢাকা: বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরের অবস্থান ১১তম।  

তুরস্কের প্রধান এবং বৃহত্তম বিমানবন্দর হিসেবে খ্যাত এই বিমানবন্দরটিতে মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে চালানো হয় ভয়াবহ হামলা।

এতে বিভিন্ন দেশের অন্তত ৪১ জন নাগরিক নিহত হন। এছাড়া আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১৪৭ জন।

এ হামলার পরপরই আক্রান্ত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হামলার নিন্দা জানিয়ে তুরস্কের পাশে দাঁড়িয়েছেন বিশ্বনেতারা।
 
হামলার ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সব মার্কিন নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের সন্ত্রাস ও মৌলবাদ পতনে আমাদের এক কাতারে দাঁড়াতে হবে। আর এটিই সন্ত্রাসবাদ ও মৌলবাদ নির্মূলের একমাত্র উপায়।

এছাড়া মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল, লিথুনিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রেবস্কাইত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।