ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় ৮ সেনা সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
ইরাকে বোমা হামলায় ৮ সেনা সদস্য নিহত

বাগদাদ: ইরাকের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশে বোমা হামলায় আট ইরাকি সেনা সদস্য নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসি’র।


দিয়ালার রাজধানী বাকুবা থেকে উত্তর-পূর্বদিকের সাদিয়া শহরে একটি অভিযান চালানোর সময় এ বোমা হামলার শিকার হন তারা।


মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায় বোমা হামলায় ২ মিলিশিয়া ও ২ পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হওয়ার এক দিন পরেই এ হামলার ঘটনা ঘটে।


এ মাসের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ করার প্রক্কালে নতুন করে সহিংসতা বেড়ে গেছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।


বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।