ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেবীকে বিয়ে.......

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
দেবীকে বিয়ে.......

তাইপেই: সম্পর্ক গড়তে ব্যর্থ তাইওয়ানের এক যুবক দাবি করেছেন তিনি দেবীকে বিয়ে করেছেন। তার ভাষ্য মতে, দেবী স্বপ্নে দেখা দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।



সিটিএস টেলিভিশন চ্যানেলে বুধবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই ব্যক্তির নাম লিন। তিনি দাবি করেন, সম্পর্ক স্থাপনে অনুগ্রহ পেতে লোটাস ফেয়ারির মন্দিরে যাওয়ার পর থেকে দেবী তার স্বপ্নে আসতে থাকেন এবং দেবীকে বিয়ে করতে বলেন।

উপদেশ অনুযায়ী দেবীর মন্দিরেই বিয়ের আয়োজন করেন লিন। বিয়ের সার্টিফিকেটে স্বাক্ষর করেন এবং দেবীকে একটি আংটিও উপহার দেন। গোটা মন্দির সাজানো হয় লাল কাপড়ে।

বিয়ের পর লিন দেবীর মুর্তিটি তার মধ্য তাইওয়ানের বাড়িতে নিয়ে যান। বরের বিশ্বাস তার ‘স্ত্রী’ তাকে অসুস্থতা ও দূর্ঘটনা থেকে রক্ষা করবে।

বাংলাদেশ  সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।