ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেট ও তার পরিবারও ফোন হ্যাকিংয়ের শিকার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১
কেট ও তার পরিবারও ফোন হ্যাকিংয়ের শিকার!

লন্ডন: প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন এবং তার পরিবারের সদস্যদের ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে সম্প্রতি খবর বেরিয়েছে। বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেংকারির ঘটনায় এ তথ্য নতুন মাত্রা যোগ করল।



দ্য সানডে টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ডাচেস অব ক্যামব্রিজ (কেট), তার পরিবার এবং রাজপরিবারের অনেক জ্যেষ্ঠ সদস্য যাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাদের ফোনে আড়ি পাতা হয়েছিল। আর রাজপরিবারের ফোনে আড়ি পাতার বিষয়টি আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি বিস্তৃত বলে এখন জানা যাচ্ছে।

রাজপরিবারে ফোন হ্যাকিংয়ের ঘটনার প্রাথমকি তদন্তে এ পর্যন্ত মাত্র ৫ জন শিকারকে সনাক্ত করা গেছে। এদের মধ্যে রয়েছেন- প্রিন্স উইলিয়াম, তার ছোট ভাই প্রিন্স হ্যারি এবং তিনজন রাজকীয় সহচর। বেসরকারি গোয়েন্দা গ্লেন মুলকেয়ার এবং বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের রাজপরিবার বিষয়ক সাবেক সম্পাদক ক্লাইভ গুডম্যানের উদ্যোগে তাদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে জানা যাচ্ছে।

রাজকীয় সহচররা নিশ্চিত করেছেন, পুলিশের সর্বশেষ তদন্তে প্রিন্স অব ওয়েলস (চার্লস) এবং ডাচেস অব কর্নওয়ালসের সঙ্গে ফোনে আড়ি পাতার ব্যাপারে কথা বলার পরই এই সন্দেহ প্রবল হয় কেট মিডলটনও হ্যাকারদের লক্ষ্য হয়ে থাকতে পারেন।

চলতি মাসের প্রথম দিকে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের এবং প্রিন্স হ্যারির ঘনিষ্ঠ বন্ধু গাই পেলি ফোন হ্যাকিংয়ের অভিযোগে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভয়েস মেইল হ্যাক করা হয়েছিল এ বিষয়টি জানাতে অনেক রাজ কর্মচারীর সঙ্গে সম্প্রতি পুলিশ যোগাযোগ করেছে।

একটি সূত্র জানিয়েছে, রাজপরিবারের ফোনে আড়ি পাতার বিষয়টি ব্যাপকভাবে বিস্তৃত। যদি মুলকেয়ার এবং গুডম্যান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে টার্গেট করে থাকে তাহলে এটা নিশ্চিত যে তারা রাজপরিবারের বহু বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠ পরিবারগুলোর ফোনেও আড়ি পেতেছিলো।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।