ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্র্রেইভিক পাগল: আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
ব্র্রেইভিক পাগল: আইনজীবী

অসলো: নরওয়ের শুক্রবার সরকারি ভবন ও উটোয়া দ্বীপে জোড়া হামলা চালিয়ে ৭৬ জনকে হত্যার দায় স্বীকারকারী অ্যানডারস ব্রেইভিকের আইনজীবী বলেছেন, তার মক্কেল সম্ভবত পাগল।  

তবে তিনি দাবি করেন, ব্রেইভিক যে পাগল,  এটা প্রমাণ করতে হবে।

ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

পুিলশ ব্রেইভিকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার কথা বিবেচনা করছেন। একজন প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, দোষী প্রমাণিত হলে ব্রেইভিককে ৩০ বছরের সাজা পেতে হবে।  

ব্রেইভিকের আইনজীবী জেইর লিপেস্টাড সাংবাদিকদের বলেন, সমস্ত ঘটনাই প্রমাণ করে যে, ব্রেইভিক পাগল।   তিনি আরো বলেন, তার মক্কেল বিশ্বাস করত যে, তিনি যুদ্ধ ক্ষেত্রে রয়েছেন।

লিপেস্টাড বলেন, ব্রেইভিকের মানসিক অবস্থা জানার জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে। লিপেস্টাড আরো বলেন, তার মক্কেল তাকে বলেছেন যে, তিনি (ব্রেইভিক) মুসলিম বিরোধী নেটওয়ার্কের সঙ্গে জড়িত। নরওয়ে ও  নরওয়ের বাইরে এর আরো দুটি শাখা রয়েছে।

নরওয়ের পুলিশ এবং গবেষকরা যদিও লিপেস্টাডের এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টাপ, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।