ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ট্রেন দুর্ঘটনা: গণমাধ্যমকে মাতামাতি করতে নিষেধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
চীনে ট্রেন দুর্ঘটনা: গণমাধ্যমকে মাতামাতি করতে নিষেধ

ঢাকা: চীনে সংঘটিত দ্রুতগতির ট্রেন দুর্ঘটনার বিষয় নিয়ে গণমাধ্যমকে মাতামাতি করতে নিষেধ করেছে সে দেশের সরকার।

সাধারণ মানুষের ক্ষোভ ও এ নিয়ে নানা প্রশ্ন ওঠার ফলে ট্রেন পদ্ধতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

 


দুর্ঘটনার বিষয়ে বিতর্কিত বক্তব্য এড়িয়ে সাংবাদিকদের হৃদয়স্পর্শী প্রতিবেদন তৈরির উপর গুরুত্ব দিতে বলা হয়।
 
দেশটির রেলমন্ত্রী সেং জুয়াংঝু বলেছেন, ‘এই দুর্ঘটনা আমাদেরকে একটি কঠিন শিক্ষা দিয়েছে। এ থেকে আমাদের শেখার পাশাপাশি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ’
 
দুর্ঘটনার পর সরকার সে দেশের জেষ্ঠ্য তিন রেলকর্মকর্তাকে বহিষ্কার করে জরুরি ভিত্তিতে রেল ব্যবস্থার সংস্কারের ঘোষণা দেয়। পাশাপাশি দুর্ঘটনার শিকার প্রত্যেককে ৫ শ’ হাজার ইয়ান আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
শনিবার চীনের দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্রুতগতির দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত ও প্রায় দুশ’ জন আহত হয়। সংঘর্ষে একটি ট্রেনের দু’টি বগি সেতুর নিচে পড়ে যায়।

এ ঘটানার পর চীনের ট্রেনব্যবস্থা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

চীন ২০০৭ সালে যাত্রীদের জন্য প্রথম দ্রুতগতির ট্রেন চালু করে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।