ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরকের খামার বানিয়েছিলেন ব্রেইভিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
বিস্ফোরকের খামার বানিয়েছিলেন ব্রেইভিক

অসলো: নরওয়ের ঘটনায় অভিযুক্ত অ্যানডারস ব্রেইভিকের গোপন বিস্ফোরক খামারের খোঁজ পেয়েছে নরওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে নরওয়ে পুলিশের একটি দল ব্রেইভিকের ওই খামারটির সন্ধান পায় এবং প্রাপ্ত বিস্ফোরক পদার্থ ধ্বংস করে দেয়।



কৃষি কাজ করার জন্য খামারটি ভাড়া নিয়েছিলেন ব্রেইভিক। দীর্ঘদিন ধরেই ব্রেইভিক খামারটিতে সার মজুদ করে আসছিলেন।

নরওয়েতে বোমা হামলার জন্য যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তার মূল উপাদান ছিল সার বলে জানায় অসলো পুলিশ কর্তৃপক্ষ।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘খামারের বিস্ফোরকদ্রব্য ধ্বংস করার সময় কেউ আহত হয়নি। রাজধানী অসলো থেকে ১৬০ কিলোমিটার উত্তরে এই খামারটি অবস্থিত। ’

‘বেশ কয়েকবছর ধরেই ব্রেইভিক খামারটিতে সার এবং বিস্ফোরকদ্রব্য জমা করছিলো। নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য রেখেই সে যে এই কাজ করে আসছিলো তার প্রমান শুক্রবারের ঘটনা বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। ’

তবে ঠিক কি ধরণের বিস্ফোরকদ্রব্য পাওয়া গেছে তা জানান নি ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে ব্রেইভিক আদালতের সামনে বোমা হামলার দায় এবং দ্বীপে গুলি করে মানুষ হত্যার দায়-দায়িত্ব স্বীকার করেছেন। কিন্তু একই সঙ্গে তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত নয় বলেও জানায় ব্রেইভিক।

এছাড়াও, ইউরোপকে মুসলিম উপনিবেশবাদ থেকে বাঁচানোর জন্যই তিনি এই কাজ করেছেন বলেও জানান।

আদালতে ব্রেইভিকের পক্ষের আইনজীবি গেইর লিপ্পেস্টাড ব্রেইভিককে ঠান্ডা মাথার মানুষ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ব্রেইভিককে উন্মাদ বলেও জানান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।