ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য থেকে লিবিয়ার সকল কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
যুক্তরাজ্য থেকে লিবিয়ার সকল কূটনীতিক বহিষ্কার

লন্ডন: গাদ্দাফি প্রশাসনের ওপর চলমান চাপের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার সেদেশ থেকে সকল লিবীয় কূটনীতিকদের বহিষ্কার করছে।

লিবিয়ার দূতাবাসের কর্মকর্তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে ডেকে বহিষ্কারের কথা বলে দেওয়া হয়েছে।



বিকল্প হিসেবে লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় ক্রান্তিকাল কাউন্সিলকেও লন্ডন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিতে বলা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ এখন পর্যন্ত বহিষ্কারের খবরের সত্যতা নিশ্চিত করেন নি। গত মে মাসে লিবিয়ার রাষ্ট্রদূতকে বহিস্কার করে লন্ডন।

যুক্তরাজ্যে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত ওমর জেলবানকে ত্রিপোলিতে যুক্তরাজ্যের দূতাবাসে হামলার পরবর্তী সময়ে যুক্তরাজ্য ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছিল।

উল্লেখ্য, ওমর জেলবান চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যে লিবিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

এদিকে গাদ্দাফির ৪২ বছরের শাসনের বিরুদ্ধে গত পাঁচ মাস ধরে এখনও বিদ্রোহীরা এবং গাদ্দাফিপন্থীরা সংঘর্ষে লিপ্ত।

জাতিসংঘের সমর্থনে ন্যাটো বাহিনীও গাদ্দাফি বাহিনীর ওপর ক্ষমতা ত্যাগ করার জন্য বিমান হামলা করে চাপ সৃষ্টি করে আসছে।

চলতি সপ্তাহে উইলিয়াম হেগ গাদ্দাফিকে উদ্দেশ্য করে বলেন,‘গাদ্দাফির নির্বাসিত হওয়ার দরকার নেই। তবে তাকে অবশ্যই ক্ষমতা ত্যাগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।