ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন সংসদ শুরু হচ্ছে সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১
থাইল্যান্ডের নতুন সংসদ শুরু হচ্ছে সোমবার

ব্যাংকক: থাইল্যান্ডের নতুন সংসদ আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। আর এরই পথ ধরে পরের সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীও নির্বাচন করা হবে বলে দেশটির রাজপ্রাসাদ সূত্র জানায়।



সোমবার বিকেলে রাজধানী ব্যাংককে রাজার পক্ষ হয়ে যুবরাজ মাহা ভাজিরালংকর্ণ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেবেন। বুধবার রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

থাইল্যান্ডে সদ্য নির্বাচিত ফিউ থাই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী বুধবার সংসদের স্পিকার নির্বাচনের সঙ্গে সঙ্গেই ৫০০ আসন বিশিষ্ট নিম্ন কক্ষের কার্যক্রম শুরু হওয়ার কথা আছে। তবে তার আগেই শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা আছে। ’
 
ধারণা করা হচ্ছে থাইল্যান্ডের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন ২০০৬ সাল থেকে স্বেচ্ছায় নির্বাসিত থাকা থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা।
 
আর তাই যদি হয় তাহলে ইংলাক সিনাওয়াত্রাই হবেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। ইংলাক ছয়টি পার্টির সমন্বয়ে জোট গঠণ করে নিম্ন কক্ষের তিন পঞ্চমাংশ আসন পেয়ে ক্ষমতায় এসেছেন।
 
বুধবারের আগে দেশটির নির্বাচন কমিশন বলেছে, তারা জাতীয় জরিপ থেকে প্রধানমন্ত্রী পদে কয়েক ডজন প্রার্থী পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।