ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার সরকার বিরোধীদের জাওয়াহিরির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১
সিরিয়ার সরকার বিরোধীদের জাওয়াহিরির শুভেচ্ছা

ওয়াশিংটন: সিরিয়ার সরকার বিরোধী অন্দোলনকারীদের এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন আলকায়েদার নতুন প্রধান আয়মন আল জাওয়াহিরি।

বুধবার সাত মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিও বার্তাটি প্রকাশিত হয় বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষকরা।



গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ‘মুজাহিদিন’ অথবা ‘পবিত্র যোদ্ধা’ বলে গণতন্ত্রের জন্য তাদের চেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন জাওয়াহিরি।   একই সঙ্গে তিনি আগ্রাসী, নিষ্ঠুর, বিশ্বাসঘাতক এবং অবাধ্য সিরিয়ার প্রেসিডেন্টকে উচিত শিক্ষা দেওয়ার জন্যও আহবান জানান।

ভিডিও বার্তায় জাওয়াহিরি আক্ষেপ করে বলেন, মার্চ মাসে সিরিয়াতে যখন সরকারি বাহিনী বর্বর হামলা চালিয়ে ১৪৮৬ জন বেসামরিক মানুষ হত্যা করেছে তখন তার অনুগত যোদ্ধারা যুদ্ধে অংশ নিতে পারেনি। ’

ভিডিওটি একটি চরমপন্থী অনলাইন ফোরামে প্রথম প্রকাশিত হয়েছে বলে জানায় অনলাইন গোয়েন্দা দল।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।