ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেইভিকের আদর্শ জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১
ব্রেইভিকের আদর্শ জাপান

অসলো: বহু সংস্কৃতির সংমিশ্রণ থেকে নিজস্ব সংস্কৃতিকে নিরাপদে আগলে রাখার জন্য জাপানকে আদর্শ দেশ বলে বর্ণনা করেছেন নরওয়ের গণহত্যাকারী অ্যানডারস বেরিং ব্রেইভিক। ব্রেইভিকের অনলাইনে বিতরণ করা ১৫০০ পৃষ্ঠার একটি ইশতেহারে এসব তথ্য জানা গেছে।



নৃশংস হত্যাযজ্ঞ চালানোর কিছুক্ষণ আগেই ব্রেইভিক এই ইশতেহারটি অনলাইনে প্রকাশ করেন। তিনি এতে উল্লেখ করেন, ‘ইসলাম, অভিবাসন এবং বহুসংস্কৃতির হাত থেকে ইউরোপকে রক্ষার জন্য আমি এই দায়িত্ব কাঁধে নিয়েছি। ’

বেশি সংখ্যক মুসলিমকে অভিবাসন সুবিধা না দেওয়ার জন্যও তিনি জাপানের প্রশংসা করেছেন। যদিও জাপানে কোনো ধর্মীয় গোষ্ঠি বা বিশেষ কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠি নিষিদ্ধ নয়।

প্রাথমিকভাবে অস্বীকার করলেও চরম ডানপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল) পরবর্তীতে স্বীকার করেছে, অ্যানডারস ব্রেইভিকের সঙ্গে তাদের সম্পর্ক ছিলো। ২০১০ সালের মার্চে ব্রেইভিক লন্ডনে ইডিএল নেতাদের সঙ্গে দেখা করেন। এসময় তিনি ডেনমার্কের ডানপন্থী রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডার্সের সঙ্গেও সাক্ষাত করেন।

ইডিএলের বিক্ষোভ কর্মসূচি বিষয়ক সংগঠক ড্যারেল হবসন বলেন, ‘ব্রেইভিক এই গ্রুপের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। তার তালিকায় ১৫০ জন ইডিএল সদস্যের নাম রয়েছে। তবে এর মধ্যে একজন কি দু‘জন ছাড়া আর কারও সঙ্গে ব্রেইভিকের কখনও দেখা হয়েছে কিনা সন্দেহ আছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।