ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের উরুজগানে ভয়াবহ হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১
আফগানিস্তানের উরুজগানে ভয়াবহ হামলা, নিহত ২২

উরোজগান: আফগানিস্তানের উরুজগান প্রদেশের তারিন কৌত শহরে বৃহস্পতিবার ভয়াবহ সিরিজ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা বোমা ফাটিয়ে ও গুলি করে এ হত্যাকা- ঘটিয়েছে বলে কর্মকর্তার জানিয়েছেন।



কর্মকর্তারা জানান, একটি স্থানীয় বাজারে বন্দুকযুদ্ধের পরপরই কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে তিনটি আত্মঘাতী হামলা ছিল। ৮ জন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

আহমেদ অমেদ পুলক নামের বিবিসির স্থানীয় সংবাদদাতাও ওই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

ন্যাটো বলছে , তারিন কৌতে তারা আফগান সেনাদের সহায়তার জন্য বিমান পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই, ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।