ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
ইরাকে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১২

বাগদাদ: ইরাকে জোড়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ১২ এবং আহত হয়েছেন ৩৪ জন । এর মধ্যে একটি আত্মঘাতী হামলা ও অন্যটি গাড়ি বোমা।



বৃহস্পতিবার সাদ্দাম হোসেনের নিজ শহর বাগদাদে একটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। এসময় পুলিশ সদস্যরা ব্যাংক থেকে তাদের মাসিক বেতন উঠাচ্ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরের মধ্যে ইরাকে এটা চতুর্থবারের মতো ভয়াবহ বোমা হামলার ঘটনা।

সালাউদ্দিন প্রদেশের মুখপাত্র মোহাম্মদ আল আসী বলেন, ‘রাষ্ট্রায়ত্ব ব্যাংক রাফেদিন থেকে পুলিশ সদস্যরা তাদের মাসিক টাকা উঠানোর সময়ই ওই বোমা দুটো বিস্ফোরিত হয়। নিহত এবং আহতদের মাঝে ঠিক কয়জন পুলিশ সদস্য তা এখনও জানা যায়নি। ’

বিস্ফোরণ পরবর্তী টেলিভিশনে প্রচার করা ভিডিও ফুটেজে দোতলা ব্যাংক থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ব্যাংকের সামনের একটি গাড়িতে আগুন জ্বলছিল এবং পুরো এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ করেছে নিরাপত্তা বাহিনী।

চলতি বছরের জুন মাসে দেশটির একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় ২১ জন মানুষ। এর মধ্যে একজন রাজনৈতিক নেতা ও বেশ কয়েকজন পুলিশ সদস্যও ছিল। এর আগে জানুয়ারি মাসে তিকরিতে অপর এক আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন মানুষ নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।