ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কাসাবের আপিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কাসাবের আপিল

নয়াদিল্লি: মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র সন্ত্রাসী আমির আজমল কাসাব নিজের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে আপিল করেছে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।



২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে এক ভয়ংকর সন্ত্রাসী হামলায় মারা যায় ১৭৪ জন মানুষ। সেই হামলায় হামলাকারী ১০ জনের মধ্যে ৯ জনই নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা যায়। একমাত্র মোহাম্মদ আজমল আমির কাসাবই জীবিত ধরা পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আদালত সূত্র আরও জানায়, কাসাব মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ মারফত এ অনুরোধ আদালতের কাছে পাঠিয়েছে।
 
এর আগে নিম্ন আদালত কাসাবের মৃত্যুদণ্ডাদেশ দেয়। আর এই আদেশের প্রেক্ষিতে কাসাব উচ্চ আদালতে আপিল করলো।

২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বাইয়ের দুটি বিলাসবহুল হোটেল এবং একটি রেলস্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলা পরবর্তী সময়ে পাকিস্তান ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং দুদেশকেই যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।