ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগস্ট মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইফতার মাহফিল ছাড়াও শুক্রবার জুমআ’র নামাজ শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং বিভিন্ন মসজিদে ইফতার সরবরাহ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।



১৫ আগস্ট নিউইয়র্কে ‘শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সেমিনারের প্রস্তুতিও চলছে।

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূলধারার সমাগম ঘটানো হবে। এছাড়া নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ সম্পর্কে সজাগ করা হবে। বঙ্গবন্ধুর ডাকে বাংলার দামাল ছেলেরা কীভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা নিয়ে ডকুমেন্ট প্রদর্শন করা হবে বিভিন্ন অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।