ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার

ইয়াংগুন: দুই দশক পর মিয়ানমার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়। তবে দেশটির সামরিক জান্তা নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করেননি।

২০০৮ সালের সংবিধান অনুযায়ী সংসদের এক চতুর্থাংশ আসন থাকবে সেনবাহিনীর হাতে।

২০ বছর ধরে বন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সামরিক জান্তার করা নতুন আইনে সুচি ও তার দলের কারাবন্দী নেতাদের নির্বচানে অংশগ্রণ করতে পারবেন না।

এদিকে এনএলডি চলতি মাসের শেষে নির্বাচনকে ঘিরে সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। সাবেক এনএলডি মুখপাত্র নেয়ান উইন বুধবার সুচির বাড়িতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

উইন সুচির উদৃতি দিয়ে জানান, আইনটি খুবই দুর্বল এবং আইন ছাড়া কোন উদ্যোগই সফল হয় না। সুচি আরও জানিয়েছেন, নির্বাচনের তারিখ যেহেতু এখনও ঘোষণা করা হয়নি তার মানে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

১৯৯০ সালে নির্বাচনে এনএলডি বিশাল বিজয় পায়। কিন্তু সামরিক জান্তা তাদের ক্ষমতা গ্রহণ করতে দেয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩০ঘণ্টা, আগস্ট ১২,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।