ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো হামলায় লিবিয়ার টেলিভিশন স্যাটেলাইট ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
ন্যাটো হামলায় লিবিয়ার টেলিভিশন স্যাটেলাইট ধ্বংস

ত্রিপোলি: ন্যাটো বিমান বাহিনী লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের তিনটি সম্প্রচার যন্ত্র ধ্বংস করে দিয়েছে। শুক্রবার রাজধানী ত্রিপোলিতেই এ তিনটি সম্প্রচার যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ ।


 
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির মিথ্যা তথ্য সম্প্রচার বন্ধে এবং গাদ্দাফিকে আরও চাপে ফেলতেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ন্যাটো কর্তৃপক্ষ।

ন্যাটো এবং পশ্চিমা মিত্র শক্তি গত মার্চ মাস থেকেই লিবিয়াতে অভিযান পরিচালনা করে আসছে। যদিও একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত লিবিয়াতে তাদের অভিযান পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে দফায় দফায় সময়সীমা বাড়িয়ে লিবিয়াতে হামলা চালাচ্ছে ন্যাটো বাহিনী ও মিত্র জোট।

ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, ‘এ অভিযানে ন্যাটোর যুদ্ধ বিমান অংশগ্রহণ করে এবং সম্প্রচার যন্ত্র ধ্বংসে নির্ভুল লক্ষভেদি বোমা ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে অভিযানটি সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে যাতে কোনো বেসামরিক মানুষ হতাহত না হয়। ’

ন্যাটো আরও জানায় ‘এই সম্প্রচার যন্ত্র ধ্বংসে আমাদের হস্তক্ষেপ জরুরী ছিল কারণ রাষ্ট্রীয় টেলিভিশনটি দেশের সাধারণ মানুষকে হুমকি এবং মিথ্যা তথ্য প্রচারের জন্য ব্যবহার হচ্ছিল। ’

এদিকে এই হামলা সম্পর্কে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থল থেকে ভারী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ন্যাটো বাহিনী লিবিয়ার বেসামরিক মানুষ হত্যায় অভিযান পরিচালনা করছে বলেও রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।