কারাকাস: ভেনেজুয়েলার মধ্যবিত্ত শ্রেণী এবং বেসরকারি খাতের কাছে সমাজতান্ত্রিক রাজনৈতিক প্রকল্প নিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
হুগো শ্যাভেজ বলেন, ‘ভেনেজুয়েলার উন্নয়নের জন্য মধ্যবিত্তদের প্রয়োজন।
রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনে দেয়া এক বক্তব্যে শ্যাভেজ বলেন, ‘তিনি জীবনের চিন্তাশীল একটি সময়ের মধ্যে প্রবেশ করেছেন। ’
হুগো শ্যাভেজ ক্যান্সারের চিকিৎসার জন্য কিউবাতে আছেন। আগামী বছরের নির্বাচনে তিনি অংশগ্রহন করবেন বলেও পরিকল্পনা করছেন তিনি।
শ্যাভেজের ৫৭ বছর বয়স পুর্তির একদিন পরেই তিনি এ বক্তব্য দিলেন। জন্মদিনে হলুদ জামা পরিহিত হুগো শ্যাভেজ আরও জানান, এখনই তার অফিস ত্যাগ করার কোনো ইচ্ছে নেই।
শুক্রবারের ফোন সাক্ষাতকারে শ্যাভেজ বলেন, ‘টিউমার অপসারণ করতে তার যে চিকিৎসা হচ্ছে তা তার জীবনকে আরও চিন্তাশীল ও বহুমুখী সম্যসার দিকে নিয়ে যাচ্ছে। ’
এসময় তিনি তার সমর্থকদের শ্রেণীবিভেদ এবং অন্ধবিশ্বাস দূর করতে এবং ‘সোশ্যালিস্ট’ শব্দের অপপ্রয়োগ বন্ধ করতেও বলেন।
শ্যাভেজ জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, কেন আমরা সবসময় লাল শার্ট পরবো? আর কেনই বা আমরা গৎবাধা ‘সোশ্যালিজম’ শব্দ নিয়ে পরে থাকবো?
শ্যাভেজ আরও বলেন, ‘সরকারের উপলব্ধি করা দরকার যে ক্ষুদ্র ব্যবসার দায়িত্বও সরকারের। আমাদের আসল প্রকল্প সম্পর্কে জনগণকে বোঝাতে হবে যে আমাদের এই খাতটি কতটা দরকার এবং তাদের সহযোগিতাও আমাদের চাই। ’
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১