ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কূটনীতিকদের চলাফেরায় পাকিস্তানের নিয়ন্ত্রণ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
মার্কিন কূটনীতিকদের চলাফেরায় পাকিস্তানের নিয়ন্ত্রণ আরোপ

ইসলামাবাদ: মার্কিন কূটনীতিক এবং দূতাবাসের অন্য সব কর্মকর্তার চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে পাকিস্তান সরকার। দেশটির  গণমাধ্যমগুলোতে শুক্রবার এ খবর প্রকাশিত হয়েছে।



জিও টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী ইসলামাবাদ ছেড়ে অন্য শহরে যেতে হলে সব মার্কিন কূটনীতিকদের এখন থেকে বিশেষ অনাপত্তি সনদের দরকার হবে।

একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে জিও টেলিভিশন আরও জানায়, পাকিস্তানি কর্তৃপক্ষ কয়েকদিন আগে মার্কিন কূটনীতিকদের ভ্রমণের ওপর বিশেষ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে। এ নীতি অন্য কূটনীতিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রও তার ভূমিতে পাকিস্তানি কূটনীতিক এবং দূতাবাসের কর্মকর্তাদের ওপর একই রকম নিয়ন্ত্রণ আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায় নি।

পুলিশ জানায়, কয়েকদিন আগে অস্থিতিশীল পেশোয়ার শহরে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রবেশ করতে একাধিকবার অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করে পাকিস্তান। আর এর কিছুদিন পরেই সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থা আসল।

কর্মকর্তারা জানান, সব বিদেশিদের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যেতে বিশেষ অনুমতির দরকার হবে।

এ মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র জঙ্গি দমনে পাকিস্তানের জন্য ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রত্যাহার করার পর এ মিত্র দেশ দু’টির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আর এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে এ খবর আসল।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।