ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাপলের টাকা মার্কিন সরকারের চেয়েও বেশি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
অ্যাপলের টাকা মার্কিন সরকারের চেয়েও বেশি!

নিউইয়র্ক: প্রযুক্তি ব্যবসায় শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলের সম্পদের পরিমাণ খোদ মার্কিন সরকারের সম্পদকেও ছাড়িয়ে গেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যগুলোতে এমন খবরই বেরিয়েছে।



খবরে জানা যায়, এ বছরের জুন নাগাদ অ্যাপেলের নগদ ও পুঁজিবাজারে বিনিয়োগ মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬শ ২০ কোটি মার্কিন ডলার। যেখানে একই সময় যুক্তরাষ্ট্র সরকারের সক্রিয় নগদ অর্থ ৭ হাজার ৩শ ৮০ কোটি ডলার।

সম্প্রতি আইপ্যাড ও আইফোন বাজারে আনার পর অ্যাপল স্মার্ট ফোনের বাজারে বিশ্বের এক নম্বর বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে।

অপর দিকে, যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে বাজেটে ঋণসীমা বাড়ানোর বিতর্কে প্রায় অচলবস্থা চলছে। ওবামার ঋণসীমা বাড়ানোর প্রস্তাব প্রতিনিধি কক্ষে পাস হওয়ার পর গত শুক্রবার সিনেটে প্রত্যাখ্যাত হয়। আর এতেই এর ভবিষ্যত ঝুলে গেলো।

ব্যবসায়ী নেতারা সতর্ক করে দিয়ে বলেছেন, বর্ধিত ঋণসীমার সিদ্ধান্ত বহাল থাকলে মার্কিন অর্থনীতি নাজুক অবস্থায় ফিরে যাবে। যেখানে ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার ফলে এমনিতেই দেশটি উচ্চ বেকারত্ব নিয়ে হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।