ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে নিরাপত্তা হুমকি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
ইরাকে নিরাপত্তা হুমকি বেড়েছে

বাগদাদ: ইরাকের নিরাপত্তা ব্যবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর দেশটিতে নিরাপত্তা হুমকি অনেক গুণে বেড়েছে।

ইরাক থেকে প্রথম দফায় মার্কিন সেনা প্রত্যাহারের এক মাস পরেই এ অবস্থা ত্বরান্বিত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একজন পর্যবেক্ষক শনিবার এ তথ্য দিয়েছেন।

স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ফর ইরাক রিকনস্ট্রাকশন (এসআইজিআইআর) স্টুয়ার্ট বাউয়েন তার মূল্যায়নে দেখিয়েছেন, সম্প্রতি ইরাকের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে আশার বাণী শুনিয়েছে তা ভুল প্রমাণিত হয়েছে।

ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মার্কিন সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, ইরাকি নিরাপত্তা বাহিনী তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত।

শনিবারের ওই প্রতিবেদনে স্টুয়ার্ট বাউয়েন বলেন, ‘কাজ করার জন্য ইরাক এখনো একটি অসম্ভব ঝুঁকিপূর্ণ স্থান। আমার বিচারে এটা গত ১২ মাসের চেয়ে অনেক কম নিরাপদ। ’

অভ্যন্তরীণ দায়িত্ব মার্কিন সেনাদের হাত থেকে দূতাবাসের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইরাকে নিরাপত্তা ব্যবস্থার আরও অবনতি ঘটিয়েছে এবং এ অবস্থা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ইরাকের দুর্বল পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ মার্কিন দূতাবাস নিয়েছে তাও হবে খুব চ্যালেঞ্জিং।

বাউয়েন তার প্রতিবেদনে আরও উল্লেখ করেন, ২০০৯ সালের এপ্রিলের পর থেকে এ পর্যন্ত সময়ে গত জুন মাসটি ছিল মার্কিন সেনাদের জন্য সবচেয়ে ভয়াবহ মাস। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তারা সবচেয়ে বেশি গুপ্তহত্যার শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।