ব্যাংকক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি চিড়িয়াখানায় এক এতিম বাঘের বাচ্চাকে দত্তক নিয়েছে এক শিম্পাঞ্জি! মাতৃস্নেহে পরম আদর-যত্নে বেড়ে উঠছে অসহায় ব্যাঘ্র শাবকটি। ব্যাংককের সামুট প্রকান কুমিরের খামার এবং চিড়িয়াখানার ঘটনা এটি।
অর্ন নামের ওই বাঘের বাচ্চাটির বয়স ২ মাস। আর মমতাময়ী ওই শিম্পাঞ্জির নাম ডো ডো, বয়স ২ বছর। আবেগ অনুভূতির দিক দিয়ে শিম্পাঞ্জি যে মানুষের খুব কাছাকাছি এ যেনো তার জ্বলন্ত প্রমাণ।
মায়ের আদর দিয়েই অর্নকে বড় করে তুলছে ডো ডো। অর্নকে পরম যত্নে কোলে নিয়ে দুধ খাওয়ানো, শরীরের তাপমাত্রা পরখ করে দেখাসহ সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখে ডো ডো। মানব মায়ের মতো সন্তানের একটু কষ্টও যেনো সহ্য হয় না মা ডো ডোর।
অবশ্য ডো ডো নিজের ব্যাপারেও যথেষ্ট সতর্ক। অর্নর নখরের আঘাতে যেনো নিজের উরুতে আঘাত না লাগে সে জন্য দুধ খাওয়ানোর সময় একটি হাফ প্যান্ট পরে নেয় সে।
পর্যটকদের মনযোগ আকষর্ণের জন্য সামুট প্রকান চিড়িয়াখানায় বহুপ্রজাতির জীবজন্তুর বড় সংগ্রহ রয়েছে। খামারে রয়েছে প্রায় ৮ হাজার কুমির। এটি থাইল্যান্ডের সবচেয়ে বড় কুমিরখামার। চিড়িয়াখানায় সিংহ, হাতি, ঘোড়া, জলহস্তির পাশাপাশি বানর এবং বাঘও রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১