টোকিও: জাপানের উত্তর-পূর্বাঞ্চলের ফুকুশিমায় আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এসময় রাজধানী টোকিওর ভবনগুলো পর্যন্ত কেঁপে ওঠে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল হনশু দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকা আইওয়াকির কাছাকাছি। আইওয়াকি ফুকুশিমার নিকটবর্তী অঞ্চল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গত ১১ মার্চ জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এ ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ নিখোঁজ ও প্রাণ হারায়। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দেখা দেয় ভয়াবহ পরমাণু বিপর্যয়।
ভূমিকম্প পরবর্তী এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১