জর্জটাউন: গায়ানায় বিমানবন্দরে অবতারণকালে একটি বিমান দুর্ঘটনার কবলে পরেছে। শনিবার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি নিউইয়র্ক থেকে যাত্রী নিয়ে গায়ানায় আসার পর এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘শনিবার রাত থেকেই আবহাওয়া খুব খারাপ ছিল। বিমানটি ভোররাতে অবতারণের কিছুক্ষন আগেই বেশ বৃষ্টি হয়। যার কারণে পুরো রানওয়েই ছিল পিচ্ছিল। ধারনা করা হচ্ছে, অতিরিক্ত পিচ্ছিলতার কারণে বিমানের চাকা ফসকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। ’
বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল ১৫৭ জন।
এরই মধ্যে ঠিক কি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সে ব্যপারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেসলি রামসামি বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে কোনো যাত্রী মারা যায়নি। ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এদের মধ্যে তিনজনের পা ভেঙ্গেছে। ’
বিমানযাত্রী গীতা রামসিং বলেন, ‘বিমানটি যখন অবতারণের চেষ্টা করছিল তখনই আমি টের পেলাম যে পুরো বিমান জুরে এক প্রকার গ্যাস ছড়িয়ে পড়েছে। বিমানের যাত্রীরা চিৎকার করতে শুরু করলো। এরপর বিমানটি একবার ডানে একবার বায়ে যাচ্ছিল। আমার মাথা বিমানের ছাদে ধাক্কা লাগে। যখন বিমানটি থামলো তখন দেখলাম বিমানের পাখার দিক থেকে অর্ধেক ভেঙ্গে গেছে এবং বিমানটি রানওয়ে ছেড়ে পাশের একটি ঝোপের মধ্যে পড়ে আছে। ’
দুর্ঘটনা কবলিত বিমানটি দেখতে এসে দেশটির প্রেসিডেন্ট ভারত জাগদো বলেন, ‘আমরা খুবই খুবই ভাগ্যবান যে যাত্রীরা অনেক বেশি আহত হয়নি। ’
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১