ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লস্কর গায়ে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
লস্কর গায়ে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১১

কান্দাহার: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর গায়ের পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ এবং আহত হয়েছেন ১২ জন। রোববার সকালে এ আত্মঘাতী হামলা হয় বলে জানিয়েছে হেলমন্দ প্রদেশ কর্তৃপক্ষ।



হেলমন্দ প্রদেশের প্রদেশিক মুখপাত্র দাউদ আহমাদি বলেন, ‘নিহত ১১ জনের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য এবং একজন শিশু। আত্মঘাতী বোমাহামলাকারী একটি গাড়ি নিয়ে পুলিশ সদরদপ্তরের গেটের কাছে এসে বোমা ফাটিয়ে দেয়। ’

এদিকে তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমদি এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছেন।

মাত্র কয়েকদিন আগেই লস্কর গার নিয়ন্ত্রন আফগানিস্তানের নিরাপত্তা বহিনীর কাছে হস্তান্তর করে মার্কিন বাহিনী। যদিও হস্তান্তর পরবর্তী সময়েই আফগানিস্তানের তালেবানরা ঘোষণা দিয়েছিলো যে, আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে পশ্চিমা বহিনী না যাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
 
মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল মাইক মুলেনের আফগানিস্তানে সফরকালীন দ্বিতীয় দিনেই এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো। সফরকালে মাইক মুলেন দেশটির দক্ষিণের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।

অপরদিকে দেশটির পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন কর্মকর্তা বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানায় ন্যাটো কর্তৃপক্ষ। যদিও ন্যাটো কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করেনি।

এনিয়ে চলতি মাসে আফগানিস্তানে অন্তত ৪৮ জন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।