ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৮

হারারে: জিম্বাবুয়ের রাজধানী হারারের উত্তরে একটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। বাসটি মোড় ঘোরার সময় চাকা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায় বলে জানায় হারারে পুলিশ কর্তৃপক্ষ।



পুলিশ কর্মকর্তা মানদিপাকা বলেন, ‘বাসটির চাকা ভেঙ্গে গেলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রধান সড়ক থেকে ১০০ মিটার নিচের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যায় ১৬ জন। পরবর্তীতে হাসপাতালে মারা যায় আরও দুই জন। ’

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। অদক্ষ ব্যবস্থাপনা, খারাপ যন্ত্রাংশ এবং গাদাগাদি করে যাতায়াত করার কারণে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনা কবলিত ১৬ আসনের বাসটিতে যাত্রী সংখ্যা ছিল ২৯ জন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।