ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরীয় সেনাবহিনীর হামা অভিযান: নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
সিরীয় সেনাবহিনীর হামা অভিযান: নিহত ৪৫

হামা: সিরিয়ার হামা শহরে দেশটির সেনাবাহিনীর ট্যাংক অভিযানে অন্তত ৪৫ জন বেসামরিক নিহত হয়েছে। বাছবিচারহীন গোলাবর্ষণে পুরো হামা শহর প্রকম্পিত বলে জানায় হামার বাসিন্দারা।



রোববার সকালে সরকারি বাহিনীর ট্যাংক বহর হামা শহরটিকে চতুর্দিক থেকে অবরোধ করে ফেলে। অবরোধের শুরুতে শহরের বাসিন্দারা ব্যারিকেড দিয়ে ট্যাংক বহরকে প্রতিহত করার চেষ্টা করলেও সরকারি বাহিনী এবং ট্যাংক গুলি ছুড়তে ছুড়তে শহরে প্রবেশ করে।

মার্চ মাসের মাঝামাঝি প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের প্রানকেন্দ্র হিসেবে ধরা হয় হামা শহরকে।

শহরের একজন বাসিন্দা ডাক্তার ফোনে শহরের অবস্থা সম্পর্কে পুরো তথ্য দিতে পারেননি গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয়ে। তবে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে শুধু এতটুকুই বলেছেন যে, হামা শহরের বিভিন্ন স্থানে এলোপাথারি গুলিবর্ষণ হচ্ছে। শহরের বদর হাসপাতালে ৫১ জন আহত হয়ে ভর্তি হয়েছে। আহতদের জন্য জরুরী ভিত্তিতে রক্ত দরকার কিন্তু হাসপাতালে কোনো রক্ত নেই। ট্যাংক প্রধান হাসপাতাল আল হোরানির চারপাশ ঘিরে রেখেছে। ’

অন্য এক বাসিন্দা বলেন, ‘শহরের প্রধান বিদ্যুৎ ভবন এবং কেন্দ্রীয় কারাগারের ছাদে স্নাইপাররা উঠে অবস্থান নিয়েছে। শহরের পূর্বাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ’
 
সিরিয়ার কর্তৃপক্ষ সেদেশে সাংবাদিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। যার কারণে ঠিক কি ঘটছে হামা শহরে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।