ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের ব্যয় ১ হাজার ৮০০ কোটি পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের ব্যয় ১ হাজার ৮০০ কোটি পাউন্ড

লন্ডন: আফগানিস্তান যুদ্ধে ব্রিটেন এ যাবত খরচ করেছে এক হাজার ৮০০ কোটি পাউন্ড। পার্লামেন্টের সাধারণ সভার প্রতিরক্ষা কমিটির সামনে উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।



প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পাঁচ বছর মেয়াদি জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে শুধু সরকারিভাবেই এক বছরে আনুমানিক খরচ হয়েছে ৪শ কোটি পাউন্ড।

তবে সংসদ সদস্যদের একটি প্যানেল অভিযোগ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকৃত ব্যয় গোপন করছে। এই ব্যয়ের বাইরেও মিলিয়ন মিলিয়ন পাউন্ডের অনেক অদৃশ্য ব্যয় প্রকাশ করতে মন্ত্রণালয়ের অস্বীকৃতি জানানোয় তাদের এই অভিযোগ।

প্রতিবেদনে আরও বলা হয়, লিবিয়াতে সামরিক অভিযানের সর্বশেষ ছয় মাসের জন্য ব্যয় ধার হয়েছে ২৬ কোটি পাউন্ড - যা গত মার্চে চ্যান্সেলর জর্জ অসবর্নের দেওয়া ধারণার চেয়ে অনেক বেশি।  

লিবিয়াতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে চার মাস আগে যখন প্রথম হামলা চালানো হয়, তখন অসবর্ন দাবি করেছিলেন এই অভিযানে ব্রিটেনের খরচ বড় জোর এক কোটি পাউন্ড হবে। এ খরচের পরিমাণ ১০ কোটি হবে না বলে নিশ্চিত করেছিলেন তিনি।

প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান জেমস আরবুথনট হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রশ্নের উত্তরে বিস্তারিত তথ্য দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে হচ্ছে সক্ষম অথবা অনিচ্ছুক। ’

মন্ত্রণালয়ের এ আচরণ তাদের কর্মকা-ের যথাযথ সংসদীয় পর্যবেক্ষণ বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারপরও কমিটির কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছে তাতে দেখানো হয়েছে, আফগানিস্তানে ১০ হাজার সেনার পেছনে ৪শ কোটি পাউন্ড খরচ হয়েছে। তবে প্রতিবেদনে পোশাক-পরিচ্ছদ, রসদ এবং প্রশিক্ষণ বাবদ মোট খরচের হিসাব বিস্তারিত দেওয়া হয়নি। এতে মোটামুটি ধারণা করা যায়, এখানে বছরে খরচ হয়েছে ৪০ কোটি পাউন্ড।

কমিটির অভিযোগ, মন্ত্রণালয়ের এই হিসাব শুধু অভিযানের আংশিক খরচের বিবরণ দেয়। আফগানিস্তানে ব্রিটেনের সামরিক অভিযানের সঙ্গে অন্যান্য আনুসঙ্গিক খরচের বিবরণ দিতে তারা ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।