ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন হয়রানির বিরুদ্ধে দিল্লিতে অভিনব প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
যৌন হয়রানির বিরুদ্ধে দিল্লিতে অভিনব প্রতিবাদ

দিল্লি: যৌন হয়রানির প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে রোববার এক অভিনব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রিটেনসহ বিশ্বের কয়েকটি দেশে অনুষ্ঠিত ‘স্লাটওয়াক’ বা তথাকথিত ‘অশালীন’ পোশাক পরে প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি দেখে অনুপ্রাণিত হয়ে দিল্লির মেয়েরাও তার অনুসরণ করল।



র‌্যালির আয়োজকরা জানান, পোশাক-আশাক ও আচরনের কারণে মেয়েরা যৌন হয়রানী বা ধর্ষণের শিকার হচ্ছে এই প্রচলিত ধারণাকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। ভারতে যৌন হয়রানিকে ইভ টিজিং বলা হয়।

এদিন দিল্লিতে সংক্ষিপ্ত পোশাক পরিহিত কয়েকশ মেয়ে র‌্যালিতে অংশ নেয়।

এ ধরনের প্রতিবাদ প্রথম হয় কানাডায়। মেয়েরা অশালীন পোশাক না পরলে ধর্ষণ অনেকখানি এড়ানো যায়- একজন পুলিশের এমন মন্তব্যের পর কানাডার মেয়েরা এভাবে প্রতিবাদ জানায়।

একজন প্রতিবাদকারী জানান, ‘নিজের পছন্দ মতো পোশাক পরার অধিকার সব মেয়ের আছে। এটা আমাদের জীবন, আমরাই সিদ্ধান্ত নেব। যতোক্ষণ না তাতে আপনার কোনো ক্ষতি হচ্ছে ততোক্ষণ এ ব্যাপারে আপনার কিছু বলার অধিকার নেই। ’

অন্য একজন প্রতিবাদকারী বলেন, ‘দিল্লিতে মেয়েদের নানা সমস্যা রয়েছে। এখানে অনেক নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়। এই কিছু দিন আগেই দিল্লির পুলিশ প্রধান বললেন, রাত ২টার পর কোনো নারী বাইরে বের হলে যদি কিছু ঘটে তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আমি মনে করি এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়। ’

র‌্যালিতে অংশ নেওয়া বেশির ভাগ নারীই প্রায় অসংযমী পোশাক পরে আসেন। জিন্সপ্যান্ট এবং টি-শার্ট অথবা ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ পরেও অনেকে এসেছিলেন।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে ভারত একটি।
২০০৮ সালে ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে ২২ হাজার যা ২০০৪ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ভারতের জাতীয় অপরাধ তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।