ওয়াজিরিস্তান: পাকিস্তানের ওয়াজিরিস্তানে রকেট হামলায় অন্তত তিন জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। রোববারের এ রকেট হামলায় ২৫ জন আহত হয়েছে বলেও জানায় ওয়াজিরিস্তান পুলিশ কর্তৃপক্ষ।
ওয়াজিরিস্তানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানায়, ‘আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ সেনা ক্যাম্পে পরপর চারটি রকেট আঘাত হানে। এসময় সেনা সদস্যরা স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ’
জঙ্গীদের ছোড়া রকেট হামলায় তিনজন আধাসামরিক বাহিনী সদস্য নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তান দুটোই আদিবাসী অধ্যুষিত অঞ্চল। অনেকগুলো পৃথক পৃথক সংখ্যালঘু আদিবাসী গোষ্ঠির বসবাস সেখানে। তালেবানদের জন্য অভয়ারণ্য হিসেবেও ধরা হয় এই অঞ্চলদুটিকে। ২০০৯ সাল থেকেই তালেবানদের একের পর এক হামলায় বিপর্যস্ত এ অঞ্চলের মানুষ।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১