ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনৈতিক সফর শুরু করেছেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
রাজনৈতিক সফর শুরু করেছেন সু চি

নাইপিদো: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ইয়াঙ্গুনের বাইরে তার রাজনৈতিক সফর শুরু করেছেন। নভেম্বরে গৃহবন্দী দশা থেকে মুক্তির পর এটাই তার প্রথম রাজনৈতিক সফর।



তবে তার এই সফরের সময়সীমা মাত্র একদিন। সু চির মনস্টারে যাওয়ার পরিকল্পনা রয়েছে।   সেখানে  তিনি একটি বা দুটি লাইব্রেরির উদ্বোধন করবেন এবং একটি যুবসমাবেশে যোগ দেবেন।

বর্তমানে তিনি আছেন নিজ শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের বাগোতে। সু চির এই সফরকে এক ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। কারণ মিয়ানমারের কর্তৃপক্ষ সু চির এ ধরনের সফর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় তাকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকতে বলেছিল।  

মিয়ানমারের কর্তৃপক্ষ এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এই সফরের নিরাপত্তার ব্যবস্থা করবে।   তার পরও সু চির এই সফর নিয়ে নিরাপত্তার উদ্বেগ থেকেই যাচ্ছে। ২০০৩ সালে এক সফরকালে সু চি হামলার শিকার হন। সেই হামলার পেছনে জান্তা সরকারের যোগসাজশ ছিল বলে ধারনা করা হয়।

ওই ঘটনায় সাতজন নিহত হয় এবং এর পরিণতি হিসেবে সু চির গৃহবন্দী দশার মেয়াদ আরও সাত বছর বাড়ানো হয়। কিন্তু এখন সময় বদলেছে। সেই জান্তা আর সরাসরি ক্ষমতায় নেই। যদিও জান্তা সমর্থিত সরকার এখনও দেশটিতে ক্ষমতাসীন।

গত সপ্তাহে বর্তমান ক্ষমতাসীন সরকারকে তার সঙ্গে আপোষ রফা করার চেষ্টা করতে দেখা গেছে। সরকার এবং সু চির মধ্যে এরই মধ্যে দুইদফা বৈঠক হয়েছে। তাতে দেশের ভালোর জন্য দুই পক্ষই একটা ঐক্যমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।