লাতাকিয়া: সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে সিরীয় বাহিনী। সিরিয়ার যুদ্ধজাহাজ থেকে বোমা হামলা চলানো হচ্ছে শহরের বিদ্রোহী ও নীরিহ জনগণের ওপর।
যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, ‘শনিবার থেকেই এ হামলা শুরু হয়েছে। হামলায় অন্তত ছয়জন বেমাসরিক নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। ’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া বিদ্রোহে এ পর্যন্ত ১৭০০ মানুষ মারা গেছে।
বিদ্রোহের শুরু থেকেই বিদ্রোহ দমনে আসাদ সরকার সেনাবহিনী ব্যবহার করে আসছে। বিদ্রোহীদের ঘাটি শহর হামাতে প্রথমবারের মতো তারা ট্যাংক ব্যবহার করে বিদ্রোহীদের বিরুদ্ধে। হামায় এই হামলায় অনেক বেসামরিক মানুষ মারা যায়। এরপর বন্দর শহর লাতাকিয়াতে বিদ্রোহ দমনে সিরিয়া সরকার এই প্রথম যুদ্ধজাহাজ ব্যবহার করছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১