বেইজিং: একটি বিষাক্ত রাসায়নিক স্থাপনাকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় দালিয়ান শহরে পুলিশ এবং জনতার মধ্যে রোববার সকালে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বিক্ষোভকারী এসময় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
অভিযুক্ত কারখানাটিতে বিষাক্ত প্যারাসাইলিন উৎপাদন করা হয়। প্যারসাইলিন কাপড় উৎপাদনে ব্যবহৃত হয়। মানুষের শরীরের জন্য এই রাসায়নিক পদার্থটি খুবই ঝুঁকিপূর্ণ।
গত সপ্তাহে কারখানার পাশের দাইকি অঞ্চলে ঘূর্ণিঝড় হলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই স্থাপনা থেকে বিষাক্ত প্যারাসাইলিন গ্যাস ছড়িয়ে পড়তে পারে ভেবে আতঙ্কের সূচনা হয়। এরপর থেকেই আতঙ্কিত জনতা এটি সরিয়ে নেওয়ার দাবিতে জোরালো বিক্ষোভ শুরু করে।
চীনর রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া শহরের পদস্থ কর্মকর্তা ট্যাং জুনের বরাত দিয়ে জানায়, ‘কারখানা শহরের বাইরে অন্যত্র সরিয়ে নেওয়া হবে, তিনি জনতাকে এরকম প্রতিশ্রুতি দিয়ে শান্ত হওয়ার জন্য বলেছেন। কিন্তু জনতা তার কথায় কোন কর্ণপাত করেননি। ’
কিন্তু এই সংঘর্ষে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পৌরসভা কার্যালয় রক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার বিক্ষোভকারীরা ‘গ্রুপ রোল’ এর ব্যানারে বিক্ষোভ করে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১