ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নয়া আশ্রয়ের খোঁজে সোমালীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
নয়া আশ্রয়ের খোঁজে সোমালীরা

দাবাব: কেনিয়ার দাবাব শরণার্থী শিবিরের বাইরে নতুন এলাকায় আশ্রয় নিচ্ছে সোমালী শরণার্থীরা। হাগাদেরা শরণার্থী শিবিরের নিকটবর্তী এলাকা ক্যামবিয়সে ত্রানের আশায় দেশত্যাগী সোমালী পরিবারগুলো আশ্রয় নিচ্ছে বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।



জাতিসংঘের রিপোর্ট মোতাবেক, চলতি সপ্তাহে প্রতিদিন সোমালিয়া ছেড়ে প্রায় ১৫০০ মানুষ কেনিয়ায় প্রবেশ করছে।

গত দুই মাসে কেনিয়ার শুধুমাত্র দাবাব শরণার্থী শিবিরেই আশ্রয় নিয়েছে ৭০ হাজার সোমালী। আগের এবং বর্তমান সব মিলিয়ে এই শরণার্থী শিবিরে শারণার্থীর সংখ্যা প্রায় ৪ লাখ ৪০ হাজার। ২০ বছর আগে তৈরি হওয়া এই শরণার্থী শিবিরের ধারন ক্ষমতা ৯০ হাজার মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র অ্যাড্রিন এডওয়ার্ড বলেন, ‘শরণার্থী শিবিরগুলো ধারন ক্ষমতার বাইরে চলে গেছে। তাই নতুন করে আসা শরণার্থীরা নতুন নতুন জায়গা খুঁজে নিচ্ছে। আমরা তাদের আশ্রয়ের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু যে পরিমানে প্রতিদিন শরণার্থী আসছে, সেই পরিমানে জায়গা দেওয়া এককথায় অসম্ভব। ’

তিনি আরও বলেন, নতুন করে আরও এক কোটি ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার হচ্ছে। পুরো সোমালিয়া জুরেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার কারনে দিনকে দিনে শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে।

উল্লেখ্য, ‘দাবাব’ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শরণার্থী শিবির।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।