বার্ন: ইতালির নূতন কৌশলগত পরিকল্পনাকে স্বাগত জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপায়। ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলেসকুনির সঙ্গে শনিবার বিকেলে এক আলোচনার পর এই মন্তব্য করেন তিনি।
জার্মানির সাময়িকি দেল স্প্যাগেলেতে তিনি এ মন্তব্য করেণ।
তিনি আরও বলেন, ‘এই পরিকল্পনা পুরো ইউরো জোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়োচিত এবং যৌক্তিক এই অর্থনৈতিক পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন করি। ’
জনগণের ব্যয় কাটছাট করে এবং কর বাড়িয়ে ২০১৩ সালের বাজেটে সমতা আনার লক্ষ্যে ইতালির দেয়া পরিকল্পনাকে স্বাগত জানান তিনি। শুক্রবার ইতালি ৪৫ বিলিয়ন ইউরোর এই পরিকল্পনা প্রকাশ করে। এটা ইতালির বাজেটের জন্য দ্বিতীয় কৌশলগত পরিকল্পপনা।
ইতালির অর্থমন্ত্রী গিলিও ত্রেমোনতি ইউরো জোনের ঋণ সংকট কাটিয়ে ওঠার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মধ্যে আগামী মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে এই সমন্বিত পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলেও ধারনা করা হচ্ছে।
ত্রেমোনতি ইউরোজেনের ১৭টি দেশকে নতুন ইউরো বন্ড চালুর প্রস্তাব করেন। এর কারণ ব্যাখা করে তিনি বলেন, সংকটকালীন সময়ে এই বন্ড সদস্য দেশগুলোর মধ্যে ইস্যু করা হবে।
কিন্তু অপরদিকে পরিকল্পনাটিকে বাতিল করে দিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী ওলফগ্যাঙ্গ স্ক্যাবুল। তিনি বলেন, এই পরিকল্পনা ইউরো জোনের দেশগুলোর সঙ্কটকেই তুলে ধরবে। একই সঙ্গে দেশ ভিত্তিক মুদ্রাব্যবস্থা ভেঙ্গে পড়বে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১