লাতাকিয়া: সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় সরকারি যুদ্ধজাহাজ এবং ট্যাংকের গোলায় অন্তত ২৩ জন বেসামরিক নিহত হয়েছেন। রোবাবারের এ হামলায় সিরীয় বাহিনী যুদ্ধজাহাজের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও ব্যবহার করছে বলে জানায় লাতাকিয়ার বিক্ষোভকারীরা।
সিরিয়ায় কাজ করছে এমন অনেকগুলো মানবাধিকার সংস্থার মতে, রোববারের হামলায় অন্তত ২৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শহর জুরেই আতঙ্ক বিরাজ করছে। সিরিয়াতে মানবাধিকার পরিস্থিতি হুমকির মুখে।
এদিকে নিরাপত্তা বহিনী রাজধানী দামেস্কের শহরতলী সাকবা এবং হামরিয়াতে রাতভর অভিযান চালিয়েছে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। কয়েক ডজন বেসামরিককে এসময় গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি বিদ্রোহীদের।
লাতাকিয়ার বিভিন্ন অংশ দিয়েই সরকারী বাহিনী আক্রমন চালাচ্ছে। বিদ্রোহীরা বলছে, আসাদ বাহিনীর মূল লক্ষ্য হচ্ছে পূর্বের বন্দর শহর রামেল। এর আগে রামেলে এক হামলায় ১০ জন নিহত এবং আহত হয়েছিলেন প্রায় ২৫ জন।
রামেল শহর থেকে ইতোমধ্যে শহরের বাসিন্দারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। দুই বন্দর শহরেরই টেলিফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
লাতাকিয়া শহরের বাইরে অন্তত ১৫ টি সেনাবহিনীর ট্রাক, আটটি সাজোয়া গড়ি এবং চারটি জিপ দাড়িয়ে আছে। শহর থেকে যাতে কেউ বের না হতে পারে সেজন্যেই এতো বিশাল আয়োজন। মাঝেমধ্যেই বেসামরিকদের লক্ষ করে গুলি চালানো হচ্ছে সাজোয়া গড়ি থেকে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১