ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহনের স্বাধীনতা ভাষণে নেই কাশ্মীর প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
মনমোহনের স্বাধীনতা ভাষণে নেই কাশ্মীর প্রসঙ্গ

নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেয়া ভাষণে একবারের জন্যেও উচ্চারিত হয়নি কাশ্মীর-পাকিস্তানের নাম। এমনকি সোমবারের এই ভাষণে দেশটির উত্তেজনাপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের নামও উচ্চরণ করেননি প্রধানমন্ত্রী মনমোহন সিং।



এই প্রথমবারের মতো স্বাধীনতা দিবসের বক্তৃতায় মনমোহন সিং জম্মু, কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের কথা তোলেননি।

গত বছর জুরেই জম্মু এবং কাশ্মীরের অবস্থা ছিল বিক্ষুব্ধ। সেখানকার বেসামরিক জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল। ওই সময় শান্তি আলোচনার জন্য মনমোহন সিং জম্মু-কাশ্মিরের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের ডেকে আলোচনা করেছিলেন।

একই ঘটনা ঘটেছিল দেশটির উত্তরপূর্বাঞ্চলের ক্ষেত্রেও।

মনমোহন তার আগের ভাষণগুলোতে পাকিস্তান ইস্যু নিয়ে কথা বলতেনই। কিন্তু এবারের ভাষণে একবারের জন্যও পাকিস্তান প্রসঙ্গ আসেনি তার বক্তব্যে। একই সঙ্গে ২০০৭ থেকে ২০০৯ সালের কোনো ঘটনাই উল্লেখ করেননি তিনি।

গত বছর মনমোহন সিং পাকিস্তানের প্রতি এক আহবান জনিয়েছিলেন। সেই আহবানে তিনি বলেন, ভারতের ক্ষতি করতে চায় পাকিস্তানে বেড়ে ওঠা এমন জঙ্গী গোষ্ঠিদের পাকিস্তান যেন নির্মুল করে।

পাকিস্তান যদি তা না করে তাহলে, পাকিস্তানের সঙ্গে আর কোনো শান্তি আলোচনা নয় বলেও তিনি তখন জানিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছরেই পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি ভারতে সফর করেছেন। হিনা রাব্বানির সফরকালে তিনিও কাশ্মির ইস্যুতে কোনও কথা বলেননি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।