বাগদাদ: ইরাকের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুট শহরে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। সোমবারের এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন ইরাকি কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, ‘প্রায় একই সময়ে সকাল আটটার দিকে শহরের প্রবেশ পথে জনবহুল এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে। ’
একজন চিকিৎসক জানান, এই হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সংবাদদাতারা জানান, বোমা হামলার একটি রাস্তার পাশে পুতে রাখা বোমা ও অন্যটি ছিল গাড়ি বোমা। সম্প্রতি ইরাকে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। যদিও এই সহিংসতা বিগত ২০০৬-২০০৭ এর তুলনায় অনেক কম।
পুলিশকে উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ‘রাস্তার পাশের ওই বোমা হামলাটি রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুট শহরে বিস্ফোরিত হয়। দেশটির নিরাপত্তা বহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
গত জুলাই মাসে ইরাকে সহিংসতায় ২৫৯ জন লোক নিহত হয়েছে।
ইরাকের উপ-স্বাস্থ্যমন্ত্রী খামিস আল-সাদ জানান, হতাহতদের এখনও হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।
বাংলাদেশ সময়:১৩৩৪ ঘন্টা, আগস্ট ১৫, ২০১১