ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু: নতুন সরকারকে ক্ষমতা গ্রহণে সুবিধা করে দেওয়ার জন্য পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ঝালনাথ খানাল। রোববার তিনি দেশটির রাষ্ট্রপতি রামবরণ যাদব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সূর্য থাপা।



ঝালনাথ খানালের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শান্তি প্রক্রিয়া চলিয়ে যাওয়া এবং নতুন সংবিধান তৈরি করা এখন সবচেয়ে জরুরি কাজ। ’

বিবৃতিতে আরও বলা হয়, ঝালনাথ খানাল নতুন সরকার গঠণে এবং দেশের শান্তি আলোচনার অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য পদত্যাগ করেছেন।

গত ফেব্রুয়ারি মাসে ঝালনাথ খানাল নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু তার দায়িত্ব পালনের শুরু থেকেই বিরোধী দল তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। শান্তি আলোচনায় ভূমিকা রাকতে না পারা এবং দাঙ্গা দমন করতে সক্ষম না হওয়ার অভিযোগে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টি শুরু থেকেই তাকে অভিযুক্ত করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।