বুয়েন্স আয়ার্স: আর্জেন্টিনার প্রাক প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্তিনা দ্য ফার্নান্দেজ। নির্বাচনকে সামনে রেখে করা এক জনমত জরিপে এমন চিত্রই ফুটে উঠেছে।
জরিপে আরও বলা হয়, বিরোধী দলীয় প্রার্থী এদুয়ার্দো দুহালদের চেয়ে ৪৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন ক্রিচনার।
আগামী ২৩ অক্টোবর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক প্রেসিডেন্ট এদুয়ার্দো দুহালদে এবং র্যাডিক্যাল পার্টির সিনেটর রিচার্ড আলফোনসিন। চতুর্থ অবস্থানে আছেন সোস্যালিস্ট প্রাদেশিক গভর্নর হারমেস বিনার।
জাতীয় ওই জনমত জরিপে জনগণের ভোট দেওয়া বাধ্যতামূলক। ওই প্রাক জরিপে আজেন্টিনার সব রাজনৈতিক দল ভোটের মাধ্যমে তাদের প্রার্থীর প্রতি জনমত যাচাই করে থাকে এবং তাতে প্রার্থীদের অংশগ্রহণ করা জরুরি।
যদিও এই প্রক্রিয়া না মেনে নির্বাচনের আগে এ ধরণের ভোট আয়োজনকে খুবই ব্যয়বহল বলে এই পদ্ধতির সমালোচনা করে দেশটির ১০টি প্রধান রাজনৈতিক দল তাদের একক প্রার্থী ঘোষণা দিয়েছে।
প্রাক ওই নির্বাচনী জরিপে দক্ষিণাঞ্চলীয় শহর রিও জালেজোসে ভোট দিয়ে কার্শনার এর প্রশংসা করে আর্জেন্টিনার জন্য এটাকে ‘ঐতিহাসিক’ এবং ‘গুণগত পদক্ষেপ’ বলে দাবি করেন।
কার্শনার বলেন, আমরা এমন একটা পদ্ধতি নির্মাণ করতে চাই যা অধিকতর জনপ্রিয়, অধিকতর স্বচ্ছ এবং জনগণ যাতে তাদের মতামত ব্যক্ত করতে পারে।
সাবেক প্রেসিডেন্ট এদুয়ার্দো দুহালদে ভোট দেওয়ার পর বুয়েন্স আয়ার্সের অদূরে জনগণের উদ্দেশ্যে হাত নাড়েন।
৫৮ বছর বয়সী কার্শনারই যে দ্বিতীয় বারের মতো আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, জনমত জরিপ তারই ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২২ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১