ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর কবল থেকে লিবিয়াকে মুক্ত করো: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
ন্যাটোর কবল থেকে লিবিয়াকে মুক্ত করো: গাদ্দাফি

ত্রিপোলি: ন্যাটো বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে জনগণের প্রতি আহবান জানালেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ার বিদ্রোহীরা ত্রিপোলির প্রধান রসদ সরবরাহ পথ দখল করে নেওয়ার একদিন পরেই জনগণের উদ্দেশে দেয়া ভাষণে এ আহবান জানালেন তিনি।



সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক অডিও বার্তায় কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি জনগণের উদ্দেশে এ বক্তব্য রাখেন।

অডিও বার্তায় গাদ্দাফি আরও বলেন, ‘লিবিয়ার জনগণ থাকবে এবং ফাতাহ রেভুলেশনও থাকবে। সামনে এগিয়ে যাও, অস্ত্র তুলে নাও আর লিবিয়াকে মুক্ত করতে যুদ্ধ করো। লিবিয়ার প্রতিটি ইঞ্চি মাটি বিশ্বাসঘাতক আর ন্যাটোর কাছ থেকে মুক্ত করতে হবে। ’

উল্লেখ্য, ফাতাহ বিপ্লবের মধ্য দিয়েই ১৯৬৯ সালে মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় আসেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি দেশের জনগণের প্রতি যুদ্ধের আহবান জানিয়ে বলেন, ‘যুদ্ধের জন্য তৈরি হও। শহীদের রক্ত যুদ্ধক্ষেত্রের জ্বালানি। ’

এদিকে সূত্র জানায়, রোববারের শুরুর দিকে গাদ্দাফি সরকারের প্রতিনিধি দল দক্ষিণ তিউনিশিয়ার দ্বীপ জেরবাতে আলোচনায় বসেন।

যদিও গাদ্দাফি সরকারের পক্ষ থেকে এই আলোচনার সত্যতা অস্বীকার করা হয়েছে।

আলোচনায় বসার সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বিদ্রোহীরা জাঈয়া শহরের দখল নিয়ে নেয়। ত্রিপোলির ৫০ কিলোমিটার পশ্চিমে জাঈয়া অবস্থিত। আর এই শহর দখলের ফলে ত্রিপোলিতে রসদ ঢোকার শেষ পথটাও বন্ধ হয়ে গেল। তিউনিশিয়া থেকে নিয়মিত এই পথে রাজধানী ত্রিপোলিতে রসদ আসতো।

গাদ্দাফি প্রশাসনের মুখপাত্র মুসা ইব্রাহিম পশ্চিমা নেতাদের প্রতি নিন্দা জানান এবং গণমাধ্যমগুলোকে সরকার বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসেছে এধরনের গুজব না ছড়াতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং এটা আমাদের বিরুদ্ধে করা গণমাধ্যমের যুদ্ধের একটা অংশ। তারা আমাদের বিভ্রান্ত করতে চায়। আমাদের শক্তি ও সাহস কমিয়ে দিতে তারা এ অপপ্রচার চালাচ্ছে। ’

আমাদের নেতা লিবিয়াতে। আমাদের স্বাধীনতার জন্য তিনি লড়াই করে যাচ্ছেন। তিনি লিবিয়া ছেড়ে যাবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখপাত্র মুসা ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।