ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রেমব্রাঁর চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
রেমব্রাঁর চিত্রকর্ম চুরি

ক্যালিফোর্নিয়া: নেদারল্যান্ডসের খ্যাতিমান চিত্রশিল্পী রেমব্রাঁর একটি চিত্রকর্ম ক্যালিফোর্নিয়ার হোটেল থেকে শনিবার চুরি হয়ে গেছে। চিত্রকর্মটির মূল্য দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চোরেরা খুবই দক্ষতার সঙ্গে এবং পরিকল্পিত উপায়ে চিত্রকর্মটি চুরি করেছে বলে জানায় পুলিশ।

ক্যালিফোর্নিয়ার যেসব হোটেলে নিরাপত্তা ব্যবস্থা ভালো সেগুলোর মধ্যে এটি একটি। কিন্তু তাও চুরি ঠেকানো যায়নি।

হোটেলের ক্যামেরায় সংরক্ষিত ভিডিওচিত্র দেখে চোরকে সনাক্ত করা হবে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ।

চুরি যাওয়া চিত্রকর্মটির নাম ‘দ্য জাজমেন্ট’। এটি ১৬৫৫ সালে আঁকেন রেমব্রাঁ। পালকের কলম দিয়ে সেসময় তিনি ওই চিত্রকর্মটি আঁকেন।

কাউন্টি মেয়রের মুখপাত্র জানান, চিত্রকর্মটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী লস অ্যাঞ্জেলেসের রিজ-কার্লটন হোটেলের একটি প্রদর্শনী থেকে চুরি হয়।

তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ২০ থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে যাদুঘরের একজন রক্ষককে একজন অতিথি ভুলিয়ে ভালিয়ে এটি চুরি করে নিয়ে যায়।
 
জাদুঘর রক্ষকের যখন চিত্রকর্মটির দিকে নজর পড়ে তখন আর সেটি সেখানে নেই। রিজ-কার্লটন হোটেলে সান ফ্রান্সিসকো গ্যালারির লিনিয়ারিস ইনস্টিটিউট এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করে। নিয়মিতই ওই হোটেলটিতে প্রদর্শনী হয়।    

তবে পুলিশ জানায় যে তারা চুরি যাওয়া চিত্রকর্মটি খুঁজে বের করতে সক্ষম হবে।

ছবিটির নিচে রেমব্রাঁর স্বাক্ষর রয়েছে। চিত্রকর্মটির দৈর্ঘ্য ২৮ সেন্টিমিটার এবং প্রস্থ ১৫ সেন্টিমিটার।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।