কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার রাজধানী কায়রোতে আবারও শুরু হয়েছে।
মিশরে চলতি বছরে হওয়া অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদ- দেওয়া হতে পারে।
হাসপাতালের বেডে করে অসুস্থ মোবারককে আদালতে হাজির করা হয়। হোসনি মোবারকের শারীরিক অসুস্থতার কারণে তাকে সার্বক্ষনিক চিকিৎসার জন্য রাজধানীর বাইরের একটি সামরিক হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকেই তাকে হেলিকপ্টারে করে আদালতে নিয়ে আসা হয়। তার সঙ্গে তার দুই ছেলেকেও আদালতে হাজির করা হয়। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা। যদিও তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তারা অস্বীকার করেছে।
সোমবার বিচার চলাকালীন সময়ে কয়েক শত পুলিশ পুরো আদালত ভবন ঘিরে রাখে।
শুনানি চলাকালীন সময়ে আদালতের বাইরে মোবারকের কিছু সমর্থক জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছিল। সেসময় তারা ‘মৃত্যুর আগ পর্যন্ত মোবারক মিশরের নাগরিক’ এবং ‘হোসনি মোবারক সাদ্দাম হোসেন নয়’ বলে সেøাগান দিচ্ছিল।
হোসনি মোবারক এবং তার দুই ছেলের উপস্থিতিতে বিচারক শুনানি শুরু করে। শুনানির শুরুতে আদালতে উপস্থিত একশত আইনজীবি বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিচারক তাদের শান্ত হয়ে বসতে বলেন। শুনানির শুরুতেই মোবারক এবং তার দুই পুত্রের বিরুদ্ধে আনীত অভিযোগ পাঠ করে শোনানো হয়। কিন্তু মোবারক এবং তার পুত্রদ্বয় সকল অভিযোগ অস্বীকার করে।
একজন আইনজীবি বলেন, ‘হোসনি মোবারককে বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমান করা কষ্টকর হয়ে যাবে আইনজীবিদের জন্য। কারণ সেসময় পুলিশকে বিদ্রোহ দমনে কে নির্দেশ দিয়েছিল তা পরিস্কার নয় এবং এসম্পর্কে কোনো তথ্যও পাওয়া যাচ্ছেনা। ’
হোসনি মোবারকের পরিবারও ঠিক একই কথা আদালতের কাছে জিজ্ঞেস করেছে যে, কি প্রমান আছে যে হোসনি মোবারক পুলিশকে নির্দেশ দিয়েছিল বিক্ষোভকারীদের ওপর গুলি করতে। নির্দেশদাতাতো অন্য কেউও হতে পারে।
যদি তাই হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নের তীর চলে যায় তৎকালীণ প্রতিরক্ষামন্ত্রীর দিকে। ফিদেল মার্শাল মোহাম্মদ হোসাইন তাতোয়াই ছিলেন সেসময়কার প্রতিরক্ষামন্ত্রী।
হোসনি মোবারকের আইনজীবি ফরিদ আল-দেব বিচারককে ১৬০০ প্রত্যক্ষদর্শীকে স্বাক্ষ্য দিতে আনতে বলেন। কিন্তু বিচারক দীর্ঘ এই তালিকা কমিয়ে অন্য একটি তালিকা দেবেন বলে ধারনা করা হচ্ছে।
এরআগে আগস্ট মাসের ৩ তারিখ আদালতে মোবারকের শুনানি অনুষ্ঠিত হয়েছিল।
এরআগে রোববার মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে আদালতে হাজির করা হয়। ৮৫০ জন বিক্ষোভকারীকে হত্যা করা অভিযোগে অভিযুক্ত তিনি। তার বিচার প্রক্রিয়া সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
তবে ইতোমধ্যেই অর্থ পাঁচার (মানি লন্ডারিং) মামলায় তাকে ১২ বছরের জেল দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১