ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনের পথে এগোলেন জর্দানের বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
নির্বাচনের পথে এগোলেন জর্দানের বাদশাহ

আম্মান: সংবিধান পরিবর্তন করে অবাধ নির্বাচনের পথ প্রশস্ত হচ্ছে জর্দানে। জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ দেশটির সংবিধান পরিবর্তনের একটি তালিকায় অনুমোদন দিয়েছে।

জর্দানের বার্তাপেত্রা সংস্থা এই তথ্য জানিয়েছে।

একটি সাংবিধানিক আদালত এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ স্বাধীন পর্যবেক্ষক দল গঠনও এই পরিবর্তনের মধ্যে রয়েছে।

রাজনৈতিক পদপ্রার্থীদের বয়সসীমারও পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ এর মধ্যে।

রোববার বাদশাহ আবদুল্লাহ বলেন, ‘আমরা জর্দানের অধিবাসী। জর্দানের বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মের মধ্যে এই ঐতিহাসিক সাংবিধানিক পরিবর্তন এবং সংশোধন প্রতিফলিত হবে। ’ সংবিধান পরিবর্তনে আগামী কয়েক মাস সব রাজনৈতিক দলকে কাজ করতে হবে বলেও তিনি জানান।

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় আবদুল্লাহ তার মন্ত্রিসভা বহিষ্কার করেন। তিউনিসিয়া এবং মিশরে গণঅভ্যূত্থানের পর এই ঘটনার পুনরাবৃত্তি যেন জর্দানে না হয় তাই বাদশাহ আবদুল্লাহ এই সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনেরও অঙ্গীকার করেন। গত এপ্রিল মাসের শেষের দিকে সংবিধান পরিবর্তনে তিনি একটি কমিটি গঠন করারও ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।