ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে সমাজকর্মী আন্না হাজারে, কিরণ বেদী গ্রেপ্তার

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
দিল্লিতে সমাজকর্মী আন্না হাজারে, কিরণ বেদী গ্রেপ্তার

কলকাতা: অনশনে বসা হলো না ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারের। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।



তার সঙ্গে আরও গ্রেপ্তার হন সাবেক পুলিশ অধিকারিক কিরণ বেদী, সমাজকর্মী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও দু‘জন।

এদিন সকাল থেকে নয়া দিল্লিতে নতুন করে লোকপালের বিলের দাবিতে অনশনে বসার পরিকল্পনা ছিল আন্না হাজারের। কিন্তু তার আগেই দিল্লির ময়ূর বিহারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্নাকে গ্রেপ্তারের সময় তার বাড়ির সামনে সমর্থকরা গ্রেপ্তারবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

ওই সময় আন্না তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংগ্রাম চালিয়ে যান। ’

দিল্লি পুলিশ জানিয়েছে, আন্না হাজারে ও তার কর্মীদের বিরুদ্ধে শহরে শান্তি ভঙ্গ করা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। তারা বলেছে, এ ঘটনায় ভারতের গণতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে।

এদিকে, আন্না হাজারেকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতজুড়ে প্রতিবাদে নেমেছেন তার সমর্থকরা। কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তি সামনে অনশনে বসছেন আন্নার সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।