নয়া দিল্লি: ভারতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করা প্রবীণ রাজনীতিক আন্না হাজারের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে সে দেশের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।
এক বিবৃতিতে তারা গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্না হাজারের গ্রেপ্তার অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।
বিবৃতিতে আন্না হাজারেকে গ্রেপ্তার এবং দিল্লিতে অনশন নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় দলটি।
জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার নাগরিক অধিকারের ওপর সরকারি এ আদেশকে বড় ধরনের হামলা হিসাবেই দেখছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলেনের প্রতি ক্ষমতাসীন কংগ্রেস নেতৃবৃন্দ কতটা অসহিষ্ণু তা টের পাওয়া গেল। সেইসঙ্গে এও বেরিয়ে এল যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে।
উল্লেখ্য, মঙ্গলবার আন্না হাজারেকে তার নয়াদিল্লির বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১