ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহন সিং এখন আর ‘মিস্টার ক্লিন’ নন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১
মনমোহন সিং এখন আর ‘মিস্টার ক্লিন’ নন

ইসলামাবাদ: পাকিস্তানের একটি দৈনিকের সম্পাদকীয়তে লেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এখন আর ‘মিস্টার ক্লিন’ নেই। পত্রিকাটিতে বলা হয়েছে দুর্নীতি কংগ্রেস সরকারের ভাবমূর্তি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ করেছে।



ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারের (৭৪) গ্রেপ্তার এবং কারাগারে নেওয়ার একদিন পর বুধবারের নিউজ ইন্টারন্যাশনালের ওই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

উল্লেখ্য, একটি শক্তিশালী লোকপাল বিল এবং প্রস্তাবিত দুর্নীতি বিরোধী আইন আরও কঠোর করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন হাজারে।

আন্দোলনরত আন্না হাজারেকে মঙ্গলবার সকালে দিল্লিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেন আদালত। কিন্তু তিনি ‘শর্তসাপেক্ষে’ কারাগার ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত এলাকায় বারবারই দুর্নীতির বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠেছে। কংগ্রেস সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তি এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়, স্বচ্ছ কাজকর্মের জন্য মনমোহন সিং আগে ‘মিস্টার ক্লিন’ নামে পরিচিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের  প্রস্তাবিত বিলটিই এখন বিতর্কিত হয়ে পড়েছে। প্রস্তাবিত লোকপাল বিল অনুযায়ী, ন্যায়পালকে স্বাধীনভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার ক্ষমতা দিতে হবে। কিন্তু সংসদে প্রস্তাবিত লোকপাল প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগকে এর বাইরে রাখা হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে কেন প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগকে এর বাইরে রাখা হলো? এতে বলা হয়, আন্না হাজারের গ্রেপ্তার ও তার পরবর্তী পরিস্থিতি বিষয়টিকে আরো জটিল করে তুলবে। এর কারণ হিসেবে বলা হয়েছে যেহেতু হাজারের প্রতি অন্যান্য দুর্নীতি বিরোধী গ্রুপগুলোর ব্যাপক সমর্থন রয়েছে।

এখন দেখা  যাক হাজারের সঙ্গে সরকারের যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।